মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

খোকসায় নারীর লাশ উদ্ধার! 

নিজস্ব প্রতিবেদক / ৩৯৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ন

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নে ফারজিনা ইয়াসমিন নিপা (২৮) নামের (বুদ্ধি প্রতিবন্ধী) লাশ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ।বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

নিপা একই উপজেলার অবসরপ্রাপ্ত অফিসার সাবেদ আলীর কন্যা।

নিহত নিপার মা পারভীন ফিরোজা অভিযোগ করে বলেন , নিপার সাবেক স্বামী রফিকুল ইসলাম ও তার পরিবারের লোকেরা সুপরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করেছে। তিনি সুষ্ঠু বিচার চান এই হত্যাকাণ্ডের।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নিপাকে হত্যা করা হয়েছে। তবে তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর