দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশ ও সভা করেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
শনিবার ২৮ অক্টোবর সকালে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া -১ আসনের সংসদ সদস্য, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ:কা:ম: সরওয়ার জাহান বাদশাহ্, সঞ্চালনা করেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমন।
এতে উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা থেকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
এমপি বাদশাহ্ তার বক্তব্য শেষে নৌকাই শক্তি, নৌকাই মুক্তি শ্লোগান তোলেন।