শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

ফিলিস্তিনে গণহত্যার বন্ধের দাবিতে কুমারখালীতে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক / ১৯১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ১:০০ অপরাহ্ন

ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক সাধারন নাগরিকদের উপরে বর্বোরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ার কুমারখালীতে মানববন্ধন করেছে নাগরিক কমিটির নেতারা।

রবিবার সকাল ১১ টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, আমেরিকা মুখেই শুধু মানবতার কথা বলে কিন্তু আজ সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনের নিরীহ নারী ও শিশু সহ সাধারন মানুষের উপড় নির্বিচার বোমা হামলা করে গণহত্যা চালাচ্ছে! অথচ আমেরিকা ইসরাইলিদের সমর্থন করে সেখানে যুদ্ধ সরঞ্জাম পাঠাচ্ছে।

আমেরিকার এই নীতিকে ঘৃণাভরে প্রত্যাখান করে বর্বোরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনে ইসরাইলি হামলা বন্ধের দাবী জানান তারা।

এ-সময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন, মহিলা পরিষদের নেত্রী মমতাজ বেগম, উপজেলা মহিলা আ.লীগের  নেত্রী শামীমা পারভিন রোজি, ১৪ দলের নেতা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর মজনু সহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর