মকালো আয়োজনের মধ্য দিয়ে অর্ধ সহস্রাধিক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে কুষ্টিয়া ক্রীড়া সংসদের আয়োজনে থানাপাড়ার ঐতিয্যবাহী ২য় রীনা স্মৃতি নাইট ফুটবল লীগের উদ্বোধন অনুষ্ঠিত।
কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ক্রীড়া সংসদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর সভাপতিত্বে ফুটবল লীগের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান এবং শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
প্রধান অতিথি হিসেবে কুষ্টিয়া জেলার পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, বিজ্ঞ সরকারি কৌসুলি ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. আ.স.ম আখতারুজ্জামান মাসুম, লালন একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আমিনুল হক রতন, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবুন্নেসা সবুজ, কুষ্টিয়া ইসলামিয়া কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য হাবিবুল ইসলাম এবং কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত তুষার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুর রহিম পল্লব, আব্দুল খালেক, সাবেক সহসভাপতি ও ইসলামিয়া কলেজের প্রভাষক শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, ২ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মাজেদুল হক ধীমান, ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি ও থানাপাড়া ঈদগাহের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহিম উচ্ছল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক স্বাস্থ্য ও পরিসংখ্যান বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ সিদ্দিকী মানিক, তুহিন খান, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শোয়াইব মোহাম্মদ শাওন, কুষ্টিয়া শহর ছাত্রলীগের সাবেক আহবায়ক হাসিব কোরাইশি, যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফেরদৌস অন্তর, সাবেক সহসভাপতি এস. কে সজীব, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ফেরদৌস খন্দকার, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ অনি, বর্তমান সভাপতি আল আজিজ হোসেন ফারাবি, সাধারণ সম্পাদক অন্তর খান।
কুষ্টিয়া ক্রীড়া সংসদের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক এবং সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পললের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন দায়িত্ব পালন করেন সভাপতি নকীব হাসান মান্তু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সাকিব, কোষাধ্যক্ষ ও জেলা ছাত্রলীগের সাবেক উপ সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দিন শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিমুজ্জামান তনু, সাংগঠনিক সম্পাদক কোরবান শেখ, দপ্তর সম্পাদক আকাশ আহমেদ, কার্যনির্বাহী সদস্য মমিনুল হক মিলন, প্রান্তিক আল শাহাদসহ প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন রিভারভিউ ফুটবল একাদশ বনাম তিতুমির ফুটবল একাদশ। এক ঘন্টা ব্যাপী চাইনিজ বারে সাত সদস্যের ফর্মেটে বিজয় লাভ করে রিভারভিউ ফুটবল একাদশ। উদ্বোধনী খেলায় ম্যান অব দি ম্যাচের পুরষ্কার অর্জন করেন রিভারভিউ ফুটবল একাদশের ফুটবলার আজমল শেখ
মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টে ৩২ টি দল অংশগ্রহণ করবে নকআউট ভিত্তিক এই লীগে, চ্যাম্পিয়নরা পুরষ্কার হিসেবে পাবে একটি উন্নত মানের দেশী ষাঁড় এবং রানার্সআপরা বাপে দেশী খাসী, তৃতীয় নির্ধারনী ম্যাচে বিজয়ীদের জন্য থাকবে আকর্ষনীয় পুরষ্কার। প্রথম রাউন্ডের ৮ টি সম্পন্ন হওয়া পর্যন্ত টিম রেজিষ্ট্রেশন প্রক্রিয়া চলমান। প্রতিদিন সন্ধ্যা ৭ টায় ফুটবল ম্যাচে অনুষ্ঠিত হবে বলে এ সংবাদ প্রতিবেদককে জানিয়েছেন কুষ্টিয়া ক্রীড়া সংসদের প্রতিষ্ঠাতা অ্যাড. পলল।