মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

কুষ্টিয়ার পুলিশ সুপারের সাথে ক্রীড়া সংসদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক / ১২৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ২:০১ অপরাহ্ন

কুষ্টিয়া জেলা পুলিশ লাইনের পুলিশ সুপারের সাথে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংসদ ও কালপুরুষ (কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদ) এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া ক্রীড়া সংসদ আয়োজিত ” রীনা স্মৃতি নাইট ফুটবল লীগ ” অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সুবাদে কুষ্টিয়া ক্রীড়া সংসদের প্রতিষ্ঠাতা ও সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক এবং আইনজীবী সুরক্ষা আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

উক্ত সৌজন্য সাক্ষাৎ এর পর সম্মানিত পুলিশ সুপারকে ঐতিহ্যবাহী ” ২য় রীনা স্মৃতি নাইট ফুটবল লীগ এবং কুষ্টিয়া ক্রীড়া সংসদের উদ্বোধন কর্মসূচির আমন্ত্রণ জানান সংগঠনটির সভাপতি ও বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক নকীব হাসান মান্তু। এ সময় উপস্থিত ছিলেন কালপুরুষ (কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদ) এর নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন শিমুল।

কুষ্টিয়া জেলা পুলিশ প্রধান এ এইচ এম আবদূর রকিব আগামী ২৯ শে সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় ইসলামিয়া কলেজে আসন্ন ফুটবল টুর্নামেন্ট এর সার্বিক সফলতা কামনা করেন এবং সার্বিক আইন শৃঙ্খলা ও শান্তি রক্ষায় সহায়তা দানের আশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর