রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

দৌলতপুরে প্রধান শিক্ষক সভাপতির নিয়োগ বাণিজ্য এলাকাবাসীর মানববন্ধন

মানজারুল ইসলাম খোকন (দৌলতপুর) / ৮৭৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৫১ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে বি.সি.কে মাধ্যমিক বিদ্যালয়ে অবৈধ নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী দাবি, বি.সি.কে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক গোপনে অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী, আয়া ও কম্পিউটার অপারেটর এই ৪টি পদে গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ও মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ বাণিজ্যের পায়তারা চালিয়ে যাচ্ছে। অবিলম্বে এই নিয়োগ বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিয়োগ বাণিজ্য বন্ধ না হলে এলাকায় একটি রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা আছে বলে বক্তারা উল্লেখ করেন।মানববন্ধন শেষে এলাকাবাসি স্কুলের প্রধান ফটকে অবস্থান নেয়।

খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর