শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন

সাপের কামড়ে মৃত্যু! ১৮ দিন পর বাংলাদেশী যুবকের মরদেহ ফেরত দিল ভারত

মানজারুল ইসলাম খোকন (দৌলতপুর) / ১২৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ১:৫৮ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডে সাপের কামড়ে বুলবুল বিশ্বাস ওরফে বুলা বিশ্বাস (৪৫) নামে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয় গত ২৪ আগস্ট ভোর রাতে।

গত রবিবার রাত ১২ টার সময় বুলা বিস্বাসের মরদেহ তার নিজ বাড়ি দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চাইডোবা মোহাম্মদপুর গ্রামে এসে পৌছায় এবং তার পারিবারিক গোরস্থানে রাত ১ দিকে দাফন সম্পন্ন হয়।

পারিবারিক সুত্রে জানাযায়, বুলা বিস্বাসের মরদেহ ফেরত আনার বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ পররাষ্ট্র মন্ত্রানালয়ে যোগাযোগ করলে পররাষ্ট্র মন্ত্রানালয় থেকে ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার বরাবর চিঠি দিলে তার মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যাবস্থা করেন। তার পরিবারের পক্ষথেকে সাবেক ইউপি সদস্য মজিরুদ্দিনের কাছে ১০ তারিখ সকাল ৭ টার দিকে ভারতের কৃষ্ণনগর হিমাগার থেকে বুলা বিশ্বাসের মরদেহ হস্তান্তর করে।

উল্লেখ্য গত ২৪ আগস্ট ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ভারতের কাচারীপাড়া সীমান্তে তাকে বিষাক্ত সাপে কামড় দেয়। এসময় সে মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারত সীমান্ত থেকে বুলা বিশ্বাসের মরদেহ উদ্ধার করে জলঙ্গী থানা পুলিশে সোপর্দ করেন এবং বুলা বিস্বাসের মরদেহ ভারতের কৃষ্ণনগর হিমাগার সংরক্ষনের ব্যাবস্থা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর