শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন

কুষ্টিয়ায় সাপের কামড়ে মেয়ের পরে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৩৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৭:১৬ অপরাহ্ন

কু‌ষ্টিয়া সদর উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে আয়েশা খাতুন (২৫) ও তার ৭ মাস বয়সী কন্যা সন্তান নুসরাত জাহানের মৃত্যু হয়েছে। নিহতরা সদর উপজেলার কাঞ্চনপুর ইউ‌নিয়‌নের ভবানীপুর গ্রামের ইব্রাহীমের স্ত্রী ও তার মেয়ে।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক রাত ৩টা ৪৫ মিনিটে আয়েশা খাতুনের ঘুমের মধ্যে কিছু একটা কামড় দেয়। প্রথমে পোকা মাকড় ভেবে গুরুত্ব না দিলেও, পরে তাদের মেয়েকে একই সাপে দংশন করলে বিষয়টি তারা বুঝতে পেরে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কিছু বুঝে উঠার আগেই প্রথমে মেয়ের ও পরে মায়ের মৃত্যু হয়।

কাঞ্চনপুর ইউ‌পি চেয়ারম‌্যান আ‌নিসুজ্জামান ঝন্টু বলেন, বুধবার রাতে প্রতিদিনের মতো নিজ শয়ন কক্ষে শুয়ে ছিলেন আ‌য়েশা ও তার শিশু সন্তান। এসময় তাদের দুই জনকে বিষাক্ত সাপ কামড় দেয়। কিছু বু‌ঝে ওঠার আ‌গেই শিশুটির মৃত‌্যু হয়। মা‌কে চিকিৎসার জন্য কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে নি‌য়ে গে‌লে সকাল সা‌ড়ে ১০টার দি‌কে তারও মৃত‌্যু হয়।

তিনি আরও বলেন, গ্রামবাসী ইব্রাহিমের ঘরের খাটের নিচ থেকে বিষধর কালাচ সাপ উদ্ধার ক‌রে। এমন কষ্টদায়ক ঘটনায় ভবানীপুর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাপস সরকার বলেন, মা ও মেয়ে দুজনই হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে , যে কারণে আমরা তাদের চিকিৎসা দিতে পারিনি।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর