শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন

অস্বচ্ছল মেধাবীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে কুষ্টিয়া সমিতি

নিজস্ব প্রতিবেদক / ৪৯৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ১:৫৯ অপরাহ্ন

প্রতিবারের মতো এবারো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিবে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকা। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সাংগঠনিক সচিব রেজওয়ানুল ইসলাম রিজু।

রেজওয়ানুল ইসলাম রিজু বলেন, প্রতিবছরই কুষ্টিয়ার অসহায় মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিয়ে থাকে কুষ্টিয়া জেলা সমিতি। তারই ধারাবাহিকতায় চলতি বছরেও এ বৃত্তি দেয়া হবে। আর এজন্য মেধাবৃত্তিতে আগ্রহী শিক্ষার্থীকে সমিতির নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

তিনি বলেন, শুধুমাত্র দেশের সকল পাবলিক ইঞ্জিনিয়ারিং, কৃষি, মেডিকেলসহ বিশ্ববিদ্যালযয়ে অধ্যায়নরত মেধাবী ছাত্র-ছাত্রীরাই ২০২৩ সালের জন্য শিক্ষাবৃত্তিতে আবেদন করতে পারবে।

শিক্ষাবৃত্তি কর্মসূচীর সমন্বয়ক ও সমিতির শিক্ষাসচিব কৃষিবিদ কুদরত-ই-গনী বলেন, আগ্রহীদেরকে সমিতির অফিস অথবা সমিতির ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে অবেদন জমা দিতে হবে। ইতোপূর্বে বৃত্তিপ্রাপ্তদেরকেও নতুন করে আবেদন করতে হবে।

বৃত্তিসংক্রান্ত যেকোন প্রয়োজনে শিক্ষাবৃত্তি বিষয়ক উপকমিটির আহ্বায়ক আলহাজ মো. আমান উল্লাহ’র (০১৭১১ ৩১১১১৮) সঙ্গে যোগাযোগের কথা বলা হয়েছে।

আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন… 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর