কুষ্টিয়ার কুমারখালীতে গরুর গবর ফেলানোকে কেন্দ্র করে সাহেব আলী ৪০ নামে এক ব্যাক্তিকে ধাক্কাধাক্কির এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনী পশ্চিমপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যাই, গতকাল বিকেলে নিহত সাহেব আলীর স্ত্রী বাড়ির পাশে গরুর গোবর ফেলতে গেলে তার চাচা শ্বশুরের ছেলে আলিম নিষেধ করলে এক পর্যায়ে বাকবিতন্ডের সৃষ্টি হয়। পরক্ষণে সাহেব আলীর সাথে ধাক্কাধাক্কির এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বললে তারা সাহেব আলীকে সেখানে না নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতাল মান্নান হার্ড ফাউন্ডেশনে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে আইসিওতে নেওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে নিহতের চাচাতো ভাইয়ের ছেলে (অভিযুক্ত) আলিম জানান, গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে বড় চাচীর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছিলো। পরে চাচা এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে আমার বাবা চাচার কাছে ধাক্কা দেওয়ার বিষয়টি জানতে গেলে সেখানে কথা-কাটাকাটি সৃষ্টি হলে চাচা আমার বাবাকে ধাক্কায় দিয়ে পুকুরের ভিতর ফেলে দেয়। এঘটনার পরে চাচা অসুস্থ হলে তাকে জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকিবুল ইসলাম আকিব বলেন, স্টকের কারনে মৃত্যু হয়েছে। পরিবারের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ লাশ মর্গে পাঠায়।এখন পযন্ত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।