শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন

নৌকার শক্ত ঘাঁটিতে কুষ্টিয়ায় আ.লীগে একাধিক প্রার্থী মনোনয়নযুদ্ধে ৪০ নেতা

মো.মোমিন ইসলাম / ৪৫৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩, ১:৩০ পূর্বাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুষ্টিয়া জেলার ৪ টি আসনের ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মনোনয়নপ্রত্যাশীরা।এসব আসনে বড় দুই দলের মনোনয়নপ্রত্যাশী অনেক।আওয়ামী লীগের ১৮ বিএনপির ১১ জাতীয় পার্টির ৫ এবং অন্যান্য দলের ৬ জন প্রার্থী হতে চান।প্রত্যেকেই নিজ নিজ নির্বাচনি এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশীরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে উন্নয়নের চিত্র তুলে ধরছেন। আর বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা সরকারের নানা অসঙ্গতি তুলে ধরে পরিবর্তনের কথা বলছেন। বড় দুই দল ছাড়াও জাতীয় পার্টি, ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীরাও নানা আশ্বাস দিচ্ছেন। তবে দলগুলোর নীতিনির্ধারকরা কাদের বাছাই করবেন তা নিয়েও রয়েছে নানা মত।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান বর্তমান এমপি আ ক ম সরওয়ার জাহান বাদশাহ, সাবেক এমপি রেজাউল হক চৌধুরী, বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, শরীফ উদ্দিন রিমন, হাসানুল আসকর হাসু, ড. মোফাজ্জেল হক। বিএনপির মনোনয়ন চান সাবেক এমপি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, আলতাফ হোসেন ও অ্যাডভোকেট রমজান আলী। জাতীয় পার্টির মনোনয়ন চান শাহরিয়ার জামিল জুয়েল। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী হতে চান শরিফুল কবির স্বপন।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে প্রার্থী হতে চান বর্তমান এমপি জাসদ সভাপতি হাসানুল হক ইনু। আর আওয়ামী লীগের মনোনয়ন চান উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, ডা. ইফতেখার মাহমুদ ও প্রফেসর ডা. এসএম মুসতানজীদ। বিএনপির মনোনয়ন চান সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ও ফরিদা ইয়াসমিন। এই আসনে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী হতে চান ডা. শহিদুল ইসলাম ফারুকী। আর জাতীয় পার্টির (কাজী জাফর) প্রার্থী হতে চান দলটির কেন্দ্রীয় মহাসচিব আহসান হাবিব লিংকন। জামায়াতের প্রার্থী হতে চান আব্দুল গফুর।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান বর্তমান এমপি মাহবুবউল আলম হানিফ, আজগর আলী ও ডা. এএফএম আমিনুল হক রতন। বিএনপির মনোনয়ন চান সাবেক এমপি সোহরাব উদ্দিন, জাকির হোসেন সরকার। জাতীয় পার্টির প্রার্থী হতে চান নাফিজ আহম্মেদ খান টিটু। জামায়াতের আমির ফরহাদ হুসাইন। জাসদের সভাপতি গোলাম মহসিন।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হলেন বর্তমান এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, সাবেক এমপি আবদুর রউফ, সাবেক এমপি সুলতানা তরুণ, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদ হোসেন জাফর ও কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান খান।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুমারখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আনসার প্রামাণিক।জামায়াতের মনোনয়নপ্রত্যাশী হলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আফজাল হুসাইন। জাতীয় পার্টির আরিফুল ইসলাম ও আইন উদ্দিন, জাসদের রোকনুজ্জামান রোকন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর