সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন

খোকসায় ৪৯ তম সমবায় দিবসে আলোচনা সভায়

ওবাইদুর রহমান আকাশ / ৫৫৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ৭ নভেম্বর, ২০২০, ১০:৩৩ পূর্বাহ্ন

সমবায়ীদের প্রচেষ্টায় নিজেদের ভাগ্য পরিবর্তন করি দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সমবায়ীদের নিজেদের মেধা প্রজ্ঞা ও একনিষ্ঠতা জাতির অর্থনৈতিক মঙ্গল আসতে পারে। ৪৯ তম সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান এ কথা বলেন।

শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানের বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা এনামুল হক, উপস্থিত সমবায়ীদের মধ্যে মোঃ কামরুজ্জামান প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা ও উপস্থিত সমবায়সমিতির নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন বলেন, দায়িত্ব, নিষ্ঠা ও সততার সাথে যদি সরকারের প্রণোদনার টাকা নিয়ে সঠিকভাবে সমবায়ীরা কাজ করে তবেই ২০৪১ সালে উন্নত রাষ্ট্র গড়া সম্ভব। এতে প্রতিটা সদস্য নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর