আজ ৯ই আগষ্ট রোজ বুধবার বিকাল ৬ টায় কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জয় প্রামাণিক এর উপর জাসদের সন্ত্রাসী বাহিনীর গুলি ও কোপে মৃতুশয্যায় এক সপ্তাহে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে মৃত্যুবরণের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলটি বঙ্গবন্ধু মার্কেট থেকে আরম্ভ হয়ে শহরের প্রধান এন.এস. রোড প্রদক্ষিণ করে মজমপুর ট্রাফিক মোড়ে সমাপ্ত হয়।
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষারের নির্দেশনায় ও সাধারণ সম্পাদক মানব চাকীর নেতৃত্বে কুষ্টিয়ার রাজপথ প্রতিবাদের ঝড়ে প্রকম্পিত হয়। মিছিলে জাসদের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের নীরবতায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করে সেচ্ছাসেবকলীগ নেতারা।
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মানব চাকী বলেন, ” আগষ্ট আসলেই ষড়যন্ত্রকারীরা আওয়ামী শক্তি নিধনে সর্ব শক্তি বিনিয়োগ করে, যখন কুষ্টিয়া উন্নয়নের ক্ষেত্রে সারা দেশের মডেল জেলা বিনির্মাণে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া উন্নয়নের রুপকার জননেতা মাহবুবউল আলম হানিফ ভাই মহাজোটকে ঐক্যবদ্ধ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে চলেছে ঠিক তখনি জাতীয় নির্বাচনের পূর্বে জাসদের সন্ত্রাসী বাহিনী অনৈক্যের শ্লোগান দিয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতাদের পরিকল্পিত ভাবে আক্রমণ করে হত্যা সংগঠিত করে বিরোধী শক্তিকে চাঙ্গা করছে। হানিফ ভাইয়ের কুষ্টিয়ায় খুনিদের ঠাই হবেনা।
প্রত্যকে আসামীকে গ্রেপ্তার না করা হলে পুরো জেলা জুড়ে ব্যাপক প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা হবে খোকসা থেকে দৌলতপুর পর্যন্ত। আমার সভাপতি শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসাধীন অবস্থায় আমাকে সার্বিক ভাবে প্রতিবাদ কর্মসূচিকে সফল করতে সহযোগিতা করায় তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।
আরোও ধন্যবাদ জানাই জেলা ও শহর স্বেচ্ছাসেবকলীগের সর্বস্তরের নেতাকর্মীদের আজকের তাতক্ষণাত প্রতিবাদ মিছিল সফল করার জন্য।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি সুবিন আক্তারের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মানব চাকী, সিনিয়র সহসভাপতি আলিফ হোসেন, সহসভাপতি আশিক রায়হান উচ্ছল, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক মোমিন, স্বপন হোসেন।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক প্রীতম মজুমদার, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল, উপ সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দিন শিমুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ সিদ্দিকী মানিক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস.কে সজীব।
এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি নূর আলম সিদ্দিকী মুক্তা জিয়াউর রহমান জিয়া, অমিত হাসান বাধন, রাম কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক জেড এম জাহিদ, পরিতোষ দাস, সাংগঠনিক সম্পাদক আসির আহমেদ লিখন, মোহাম্মদ সোহান, প্রচার সম্পাদক স্বপ্ন ঘোষ, উপ প্রচার সম্পাদক বিপন কর্মকার, দপ্তর সম্পাদক সীমান্ত সাহা, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মীর্জা আহমেদ,
সদস্য গৌরাঙ্গ দে, শুভ বিশ্বাস, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এজাজ মাহমুদ অনি, রাকিব, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইয়াসিন উত্তর, মশিউর রহমান ডলার, মিলন আহমেদ, মোহাম্মদ সরোয়ার হোসেন কচি, তহিদুল আলম, মাসুদ ইসলাম, দুলাল রহমান, সাব্বির, রাফীদ, চঞ্চল, শুভ, প্রিয়, মাহিম, সুলাইমান, শাহেদ, তামিমসহ প্রমুখ।