শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

খোকসায় প্রাথমিকের ১৫ প্রতিবন্ধী শিশু পেল হুইলচেয়ার নগদ অর্থ

হুমায়ন কবির,খোকসা / ১৫৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ৬ আগস্ট, ২০২৩, ১:১৩ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসায় প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ১৫ শিশুদের মাঝে হুইল চেয়ার ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।আজ রবিবার সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা নির্বাহী রিপন বিশ্বাসের সভাপতিত্বে উপজেলার ৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে পাঁচজনের হুইলচেয়ার ও বাকি ১০ জনকে ১ হাজার টাকা করে নগদ  প্রদান করা হয়।

বিশেষ চাহিদা সম্পন্ন হুইল চেয়ার পাওয়া শিক্ষার্থীরা হলেন, বড়ইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী সাকিবুল হাসান, খোকসা জানিপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থী সামিহা আনজুম, মাছুয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর রাব্বি হোসেন, একতারপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থী সামিয়া ও ভালুকাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী সরদার।

এছাড়াও উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী ১০ জন শিক্ষার্থীদের প্রতিজনের ১ হাজার টাকা নগদ প্রদান করা হয়।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার হোসাইন মোহাম্মদ বেলাল ও সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদ আকবর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ভুক্তভোগী শিক্ষার্থীর (অভিভাবক)।

হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস বলেন, শতভাগ শিক্ষা কার্যক্রম নিশ্চিত কল্পে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপের অংশ হিসেবে বিশেষ চাহিদা সম্পন্ন এ সকল শিশুদের মাঝে হুইলচেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হল। একদিকে যেমন শিশুরা স্কুলে যাতায়াত করতে সুবিধা হবে, অপরদিকে তাদের নিজেদের ওষুধ ও অন্যান্য আনুষঙ্গিক শিক্ষা কার্যক্রম ক্রয়ে এ নগদ অর্থ ব্যবহার করতে পারবে।

এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন এ সকল শিশুগুলো আমাদের সমাজেরই একটি অংশ। সুযোগ পেলে এরাও পরিবার, সমাজ, দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে কাজে লাগাতে পারে। সেজন্যই প্রাথমিক অবস্থা থেকেই এদেরকে সকল সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে সরকারি ও বেসরকারি পর্যায়ে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর