শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

দরিদ্র অসহায় দুস্থদের পাশে খোকসা আধুনিক হাসপাতাল!

নিজস্ব প্রতিবেদক / ৪৩৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ১:৫৫ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসা উপজেলা রোড়ের হাসপাতালে মোড়ের অপজিট সাইডের পশ্চিম পাশে গড়ে উঠেছে খোকসা আধুনিক প্রাইভেট হাসপাতাল। হাসপাতালটিতে দক্ষ চিকিৎসক দ্বারা পরিচালিত হয় স্বাস্থ্যসেবা ও অপারেশন।প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন প্রান্তে থেকে আসা অসংখ্য মানুষকে স্বচ্ছতার সাথে সেবা দিয়ে যাচ্ছে হাসপাতালটি। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নানামুখি চিকিৎসা সেবা দিয়ে ইতোমধ্যে মন কেড়েছে হাজারো মানুষের।

খোকসা আধুনিক প্রাইভেট হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর মো.হারুন অর রশিদ জানান, খোকসায় সর্বপ্রথম একমাত্র সরকারী অনলাইন রেজিঃ প্রাপ্ত সনদ ও আধুনিক মানের মনোরম পরিবেশ ভিআইপি কেবিন ব্যবস্থাসহ সার্বক্ষনিক ডাক্তার ও ডিপ্লোমা নার্সের কর্মদক্ষতায় খোকসা আধুনিক প্রাইভেট হাসপাতাল মানবতার সেবায় গরীব ও দুস্ত রোগীদের বিনা মূল্যে সেবা প্রদান করে আসছে।

এবং সল্প খরচে অপারেশন ও পরীক্ষা নিরীক্ষা ও করা হয়। এখানে প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন প্রান্তে থেকে আসা রোগীদের স্বচ্ছতার সাথে সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। গরীব, অসহায়, দুস্থ রোগীদের জন্য বিনামূল্যে সেবা দেওয়ার পাশাপাশি সীমিত খরচে অপারেশন ও চিকিৎসা প্রদান করা হয়।

শহর এলাকায় হাসপাতালটি অবস্থিত হওয়ায় প্রতিদিন অসংখ্য রোগী এখান থেকে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। এর আগে চিকিৎসা সেবার জন্য এই উপজেলার মানুষকে রোগ নিয়ে দৌড়াতে হতো অনেক দূর।

উন্নত চিকিৎসা সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত হওয়া হাসপাতালটি অসহায় দরিদ্রের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে থাকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর