মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

দৌলতপুরে বিভিন্ন এলাকায় টোকেন চৌধুরীর পথসভা

নিজস্ব প্রতিবেদক / ১৪৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ৭:০১ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা করেছেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। গতকাল বিকেল থেকে গভীর রাত পর্যন্ত আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ, তেকালা, আদাবাড়িয়া বাজার ও ডাংগের বাজার এলাকায় যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে পথসভায় অংশ গ্রহণ করেন উপজেলা যুবলীগের এই নেতা।

এ সময় উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বাকি,দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহেল মাসুদ সুইট, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাসুদ রানা, বোয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিদুল কবীর রিপন, আদাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, যুবলীগ নেতা আমিনুল হক আমিন, আমান হোসেন, কাজীম হোসেন, মোখলেসুর রহমান প্রমুখ।

এ সময় উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ চৌধুরী বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে কড়া হুঁশিয়ারি দিয়ে তার বক্তব্যে বলেন জামাত-বিএনপির আগুন সন্ত্রাসীদের সকল ষড়যন্ত্র আমরা রাজপথে থেকেই মোকাবেলা করবো। আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন কোনভাবেই দৌলতপুরে আওয়ামী লীগকে দুর্বল করতে পারবেন না। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অতীতেও যেভাবে চৌধুরী পরিবার কাজ করে গেছে। আগামীতেও দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে কাজ করে যাবে ইনশাল্লাহ।

এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবলীগের এই নেতা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তর রাজনৈতিক দল। তাই আমাদের মধ্যে দ্বিমত থাকতেই পারে কিন্তু দলের দুঃসময়ে আমাদের একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তাই আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একসাথে কাজ করি। সেই সাথে জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকা দিবেন আমরা তাকেই নির্বাচিত করার লক্ষ্যে একসাথে কাজ করবো ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর