বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

দৌলতপুরে গৃহবধুর মরদেহ উদ্ধার`পরিবারের দাবি হত্যা 

মানজারুল ইসলাম খোকন, দৌলতপুর / ২৯৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৫:৫৩ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে শ্যামলী খাতুন (২৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী হাইস্কুল পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে ভূট্টা বিক্রয়ের টাকা নিয়ে স্বামী বিল্লাল হোসেনের সাথে স্ত্রী শ্যামলী খাতুনের ঝগড়া বিবাদ হয়। বুধবার সকালে ঘরের ডাবের সাথে শ্যামলীর মরদেহ ঝুলতে দেখে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা দৌলতপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহত গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত গৃহবধুর ভাই মো. রতন তার বোন হত্যার অভিযোগ এনে দৌলতপুর থানায় এজাহার দিয়েছেন।গৃহবধুর লাশ উদ্ধারের ঘটনায় দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, নিহত গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে হত্যা না আত্মহত্যা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর