সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেজে উঠেছে লোক ঢংয়ের গান ‘মনের তালা’।ডিজিটাল মিডিয়ার জনপ্রিয় তরুণ শিল্পী বাউল শাহেদের ‘উদাস দুপুর’ গানের গীতিকার জাকির হোসেন রাজু’র সার্বিক সহযোগিতায় কণ্ঠশিল্পী বাউল শাহেদের গায়কীতে এসেছে নতুন গান ‘মনের তালা’। গানটির কথা ও সুর লেখক, অভিনেতা ও গীতিকার প্রকৌশলী মো: সাকীল খানের।
‘মনের তালা’র মধ্যদিয়েই সুরকার হিসাবে অভিষেক ঘটলো ইঞ্জিনিয়ার সাকীল খানের। গণমাধ্যমকে সাকীল খান জানিয়েছেন, এর আগে গীতিকার হিসাবে সঙ্গীতায়োজনে থাকলেও নিজের লেখা গানে নিজেই সুরকার হিসাবে থাকতে পারার নতুন অভিজ্ঞতার কথা, তাঁর মতে এমন অভিজ্ঞতা অনন্য অসাধারণ।
তালা-চাবির রূপক ব্যবহারে আধ্যাত্মিক প্রেমের নিদর্শন রয়েছে নতুন এ গানে। ইতোমধ্যে গানটি জয় করতে শুরু করেছে শ্রোতাদের মন। বাউল শাহেদ গেয়েছেনও সুর আর ছন্দে ডুবে।
মনের তালার লেখক ও সুরকার পেশায় একজন প্রকৌশলী হলেও, স্বেচ্ছাসেবী সংগঠক, লেখক, গীতিকার ও অভিনেতা হিসেবে তাঁর পরিচিতি রয়েছে; বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকও ইঞ্জিনিয়ার মো: সাকীল খান।