শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেন তামিম

kushtiar somoy / ১৯৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৩:৪১ অপরাহ্ন

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেন তামিম ইকবাল। আজ দুপুরে নিজ শহর চট্টগ্রামে আকস্মিকভাবেই সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।

নেক দিন হলো ফর্ম আর ফিটনেস নিয়ে আলোচনায় ছিলেন তামিম। আনফিট থাকলেও আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবেন—ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন তিনি। গতকাল চট্টগ্রামে খেলেছেনও বাংলাদেশের অধিনায়ক। তবে তাঁর ওই মন্তব্য ভালোভাবে নেননি বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ও কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল তামিমের। তাই বলে এত বড় সিদ্ধান্ত নেবেন, এটা ভাবা কঠিনই ছিল।

আজ সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে কঠিন সিদ্ধান্তই জানিয়ে দিলেন তামিম। তিনি বললেন, ‘গতকালই ছিল আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ।’ কান্নায় একপর্যায়ে কথাই বলতে পারছিলেন না তামিম। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর