কুষ্টিয়ার খোকসা উপজেলার কালীবাড়ী বাঁধ সংলগ্ন গড়াই নদী এলাকা থেকে গলাই রশি পেচানো অবস্থা অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ।
সোমবার (২৬ জুন) রাত ১১ টার দিকে উপজেলার কালীবাড়ি বাঁধ সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, এক জন ভ্যান চালককে ভ্যানে বোরকা পুরোহিত এক নারীকে নিয়ে কালীবাড়ি বাঁধ সংলগ্ন এলাকার দিকে যেতে দেখেন তারা। তার কিছু সময় পড়ে ওই বোরকা পুরোহিত নারীকে চলে আসতে দেখে স্থানীয়দের সন্দেভাজন মনে হলে তার দিকে ধাওয়া দিলে সে দ্রুতই অন্ধকারে হারিয়ে যাই।পরে স্থানীয় কয়েকজন কালীবাড়ি বাঁধের দিকে গেলে ওই ভ্যান চালকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করেন। নিহত যুবকের গলাই রশি পেচিয়ে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
নিহত ওই ব্যাক্তির পরনে ছিলো কালো চেক লুঙ্গি, ফুল হাতা টি শার্ট তবে প্রাথমিক ভাবে অজ্ঞাত ব্যাক্তির লাশের পরিচয় এখন ও পাওয়া সম্ভব হইনি।
বিষটি নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, খোকসা কালীতলা ইটভাটার নিচে গড়াই নদীর পাড় এলাকা থেকে এক ভ্যানচালকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না। লাশের পরিচয় এখন ও জানা যায়নি। তদন্ত করে পরে জানানো হবে।