মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

দৌলতপুরে আ.লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মানজারুল ইসলাম খোকন (দৌলতপুর) / ২৪১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ৬:৪০ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার বিকেল ৪ টায় দৌলতপুর উপজেলা অডিটোরিয়াম হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ দৌলতপুর উপজেলা শাখার সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আঃ কঃ মঃ সরওয়ার জাহান বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শরিফ উদ্দিন রিমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, সাইফুল ইসলাম শেলী দেওয়ান, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর অনার্স কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, সরদার আতিকুর রহমান আতিক, অ্যাডভোকেট নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক, রফিকুল ইসলাম লালন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসানুল আস্কার হাসু, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্য উল্লেখ করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দৌলতপুরে আমরা গ্রুপিং এর রাজনীতি চাই না। সকল বিভেদ ভুলে সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর