কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে কুষ্টিয়ার কুমারখালীর চড়াইকোল জুলাইয়ের বাড়ির সম্মুখে রড বোঝাই বিকল ট্রাকের সাথে সংঘর্ষে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম-পরিচালক আহত হয়েছেন। পরিবারের সদস্যদের নিয়ে কুষ্টিয়া অভিমুখে যাবার সময় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে তার ব্যবহৃত পাজেরো জিপ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।
গত দুদিন ধরে মহাসড়কের উপর রড বোঝাই ট্রাক বিকল হয়ে থাকায় ছোটবড় দুর্ঘটনার সৃষ্টি হয়। এরমধ্যে মঙ্গলবার রাত ৮ টার দিকে এনএসআই’র যুগ্ম পরিচালক ইদ্রিস আলী তার পরিবারের সদস্যদের নিয়ে কুষ্টিয়া অভিমুখে যাবার পথে বিকল ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে প্রাণহানীর ঘটনা না ঘটলেও তার গাড়িটি বিধ্বস্ত হয়ে যায়। যুগ্ম পরিচালক ও তার পরিবারের সদস্যরা কুষ্টিয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে কুমারখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি তাদের হেফাজতে নিয়েছেন।