রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন

কুষ্টিয়ায় লালনের নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন

কুষ্টিয়ার সময় অনলাইন ডেস্ক / ৩৪৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ১৭ জুন, ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ন

বাউল সম্রাট ফকির লালন শাহর নামে কুষ্টিয়ায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (১৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১ থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন অনুমোদিত বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির নাম হবে ‘লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া’।

মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, উপযুক্ত বিষয়ে নির্দেশক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা অনুযায়ী বর্ণিত শর্তসমূহ প্রতিপালন সাপেক্ষে প্রস্তাবিত ‘লালন বিজ্ঞান বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া স্থাপন অনুযায়ী অনুমতি প্রদান করা হলো।

কুষ্টিয়ার হাউজিং এস্টেট এলাকায় প্রতিষ্ঠিত হতে যাওয়া লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে মিসেস ফৌজিয়া আলমও বলেও জানানো হয়েছে ওই প্রজ্ঞাপনে।

অনুমোদনের ফলে বিশ্ববিদ্যালয়টি দেশের উচ্চ শিক্ষার তদারক সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদিত সকল নীতিমালা অনুসারে পাঠদানে যেতে পারবে। এছাড়া দেশে প্রচলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর সকল ধারাও তাদের মানতে হবে উচ্চ শিক্ষা তৎসংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালনা করতে।

দেশে বর্তমানে সর্বশেষ অনুমোদিত বিশ্ববিদ্যালয়টিসহ মোট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১৪। গতমাসের শেষের দিকে ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি, কাদিরাবাদ’ নামে নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেয় সরকার। ওই বিশ্ববিদ্যালয় হবে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে।

বর্তমানে দেশে ১১৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০০টি বিশ্ববিদ্যালয় চালু রয়েছে। তবে নানা জটিলতায় ৪টি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরুই করতে পারেনি। এছাড়া মামলা জটে আরও প্রায় ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের উপক্রম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর