বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

কুষ্টিয়ার সময় অনলাইন ডেস্ক / ১৮০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ১১ জুন, ২০২৩, ১২:৪৭ অপরাহ্ন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন।শনিবার (১০ জুন) রাত ৮টার দিকে কাকিনা মহিপুর তিস্তা শেখ হাসিনার সেতু এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাকিনার রুদ্রেশ্বর গ্রামের আছির আলী ছেলে মো. শাহ আলম (২০) এবং কাকিনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাজেরা বেগম ও সাইদুল মিয়ার ছেলে মো. ওয়াজেদ আলী (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে মহিপুর তিস্তা শেখ হাসিনা সড়ক সেতু ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে চলন্ত অবস্থায় টিকটকের ভিডিও ধারণ করছিলেন তারা। পথে বুড়িমারী থেকে ছেড়ে যাওয়া মালবোঝাই ট্রাকের ধাক্কায় দুজন নিহত হন দুই বন্ধু।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুই জন এসএসসি পরীক্ষার্থীর বাড়ি উপজেলার রুদ্রেশ্বর গ্রামে।একই দিনে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিন আলম (৩০) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ওই ট্রাকটি পাটগ্রাম থানার হেফাজতে রয়েছে। তবে চালক ও হেলপার দুজনই পালিয়ে গেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর