কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ঢাকা ল কলেজের সাবেক অধ্যক্ষ আ্যড সিরাজুল ইসলাম আজ দুপুরে ঢাকায় নিউজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজীউন।
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ল কলেজের প্রভাষক এবং কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবু সাঈদ এক শোক বার্তার মাধ্যমে কুষ্টিয়া আইনজীবী সমিতির পক্ষ থেকে গভীর শোক এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল (শনিবার) সকাল দশ টায় কুষ্টিয়া কোট স্টেশন জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাজায় সকল আইনজীবী, আইনজীবী সহকারীকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন অ্যাড. শেখ মোহাম্মদ আবু সাঈদ।