শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

দৌলতপুরে ডাংমড়কায়  জননী মটরস, এর হোন্ডা অথরাইজড  সার্ভিস পয়েন্টের উদ্বোধন 

ডেস্ক নিউজ / ১৬৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ৩১ মে, ২০২৩, ২:০৯ পূর্বাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার ডাংমড়কায় জাপানের  বিখ্যাত মোটরসাইকেল প্রস্তুতকারী ব্র্যান্ড  হোন্ডা কোম্পানির হোন্ডা অথরাইজড  সার্ভিস পয়েন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মে ২০২৩) সকাল এগারোটায় দৌলতপুরে ডাংমড়কা সেন্টার মোড় নামক স্থানে   জননী মটরস, এর হোন্ডা অর্থরায়িজ সার্ভিস পয়েন্ট টি  কেক কাটা ও আলোচনা সভার  মধ্যে দিয়ে  শুভ উদ্বোধন ঘোষণা  করা হয়।
এসময় জননী মটরস এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন কবীর জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড কাস্টমার সার্ভিস জেনারেল ম্যানেজার আতসুষি ইজুমি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: এজাজ আহমেদ মামুন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার কবীর মিন্টু,
সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
উদ্বোধন শেষে, হোন্ডা প্রাইভেট লিমিটেড কাস্টমার সার্ভিস জেনারেল ম্যানেজার আতসুষি ইজুমি পুরো সার্ভিস সেন্টার টি ঘুরে দেখেন এবং এদেশে হোন্ডা মোটরসাইকেল ব্যবহারকারী সকল কাস্টমারের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ,ও নিরাপদে মোটরসাইকেল রাইডিং এর জন্য বিশেষ হবে  অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর