কুষ্টিয়ার খোকসা উপজেলার বি:মির্জাপুর গ্রামের একটি বাড়ি থেকে ৫০ বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করেছে খোকসা থানা পুলিশ।
খোকসা থানা পুলিশ সুত্রে জানাগেছে, শনিবার (০৫.০৬.২৩ ইং) দিবাগত রাত আনুমানিক ৩.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানা পুলিশের এ.এস. আই মুশফিক, এ.এস.আই খাদেমুল ও ২ জন কনষ্টেবল সঙ্গীয় ফোর্স সহ খোকসা থানাধীন বি:মির্জাপুর গ্রামের জনৈক শাহনাজ সুলতানা, স্বামী মৃত আশরাফুল হক বাবুর বাড়ির ভাড়াটিয়া রাজবাড়ি জেলার কালুখালী থানার বোয়ালিয়া গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে সুজন মোল্লার (৩২)এর ভাড়াকৃত ঘড়ের খাটের নীচ থেকে ব্যাগ ভর্তি ৫০ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করা হয়।
পরে তাকে খোকসা থানা হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন (২০১৮) এর ৩৬(১)সারণি ১৪(গ)ধারায় মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ বলেন, খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ বোতল ফেনসিডিল সহ একজনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।