শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন

দৌলতপুরে আগুনে পুড়লো গবাদি পশুসহ বসতবাড়ি,বাবা মেয়ে দগ্ধ!

কুষ্টিয়ার সময় প্রতিবেদক / ১৯৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১০:৫২ পূর্বাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে রান্না ঘরের আগুনে এক কৃষকের ১০টি গবাদি পশুসহ বসতবাড়ী ভস্মীভূত হয়ে গেছে।এসময় ঘরের ভিতর থাকা সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যাই।আগুনের তীব্রতা বাড়লে একই এলাকার মৃত রেফেজ মন্ডলের ছেলে রফিকুলের ১০ কাঠা পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়।

আজ সোমবার দুপুরে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ছান্দা পাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় টানা দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যাই,রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে দিনমজুরী জিয়ারুলের বাড়িতে। আগুনে পুড়ে যাই ১০ টি গবাদি পশুসহ বসতবাড়ি।এসময় আগুনে দগ্ধ হন জিয়ারুল ও তার মেয়ে মোছা:সাদিয়া খাতুন (১২) স্থানীয়রা দুজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ধারণা করা হচ্ছে গবাদি পশু সহ ঘরবাড়ীতে থাকা প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর