সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৪ পূর্বাহ্ন

খোকসায় আর্ন এন্ড লিভের উদ্যোগে প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

মমিন হোসেন ডালিম / ১২৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৫:১৩ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের একটি দুস্থ্য ও প্রতিবন্ধী পরিবারের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভের আর্থিক সহায়তায় খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
সরেজমীনে গিয়ে দেখা যায়, উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের বিধবা শাহীনা খাতুন (৫০)তার দুই ছেলে এবং শতবর্ষী মা কে নিয়ে অনেক কষ্টে দিনযাপন করে আসছেন।

তার বড় ছেলে সাগর (৪০) কিছুদিন আগে একটি দূর্ঘটনায় পা ভেঙ্গে অনেকটা পঙ্গু । আর ছোট ছেলে সৈকত (১৮) শারীরিক প্রতিবন্ধী ।সংসারে উপার্জন করার মত একমাত্র তিনিই, অন্যের বাড়িতে কাজ করেই কোন রকম তার সংসার চলছে খেয়ে না খেয়ে।এ সময় শাহীনা খাতুন আবেগ আপ্লুত হয়ে বলেন, আমার ছোট ছেলেটা এক সময় চলাফেরা করতে পারতো ছুটোঁছুটি করত আমার সেই ছেলে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে আমি চিকিৎসা করাতে পারি নাই, আমার ছেলেটাকে ঠিকমত খাওয়াতে পারি নাই, ছেলেটা না খেতে খেতেই পঙ্গু হয়ে গেল।

আর বড় ছেলে টুকটাক কাজ করতে পারলেও কিছুদিন আগে দুর্ঘটনায় তার পা ভেঙ্গে যায় সে ও চিকিৎসার অভাবে পঙ্গু হতে বসেছে।পরে সংগঠনের কুষ্টিয়া জেলা টীমের সদস্য মমিন হেসেন ডালিম এই পরিবারটির দু:খ কষ্টের কথা জানান আর্ন লিভ চেয়ারপার্সন ফরিদা ইয়াসমনি জেসীর কাছে এবং তিনি পরিবারটির এক মাসের খাদ্য সহায়তা দিতে সংগঠনের কুষ্টিয়া জেলা টীমকে নির্দেশনা দেন এবং পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।

সেই আলোকে, ১ বস্তা চাউল, ২ লিটার তৈল, ২ কেজি ডাল ৫ কেজি আলু, ১ কেজি খেজুর, ১ কেজি চিনি, ২ প্যাকেট সিমাই, ১ কেজি ছোলা, ১ কেজি মুড়ি, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, ১ কেজি হুইল পাওডার ও ১ টি সাবান সহ একটি ফুডপ্যাক তৈরী করে এই পরিবারটির নিকট পৌছে দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর