সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে সংগঠনের পক্ষে থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব কারশেদ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ সোহেলী পারভীন ঝুমুর, কুষ্টিয়া জেলা কমিটির সহসভাপতি ও নিউজ ২৪ জেলা প্রতিনিধি জাহিদুজ্জামান, দৈনিক সংবাদ এর জেলা প্রতিনিধি বিশিষ্ট লেখক ও সাংবাদিক জনাব মিজানুর রহমান লাকী
নদী পরিব্রাজক দলের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জনাব খলিলুর রহমান মজু ,অধ্যাপক রেজাউল করিম, সাংস্কৃতিক ব্যাক্তত্ব কনক চৌধুরী, সাবেক ব্যাংকার ও লেখক শেখ আক্তার, সাংবাদিক প্রীতম মজুমদার, সাবেক ছাত্রনেতা সুমন আলী, জনাব রবিউল ইসলাম চম্পা সহ সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।