শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ অপরাহ্ন

দৌলতপুরকে ভূমিহীন ও গৃহহীন শুন্য ঘোষনার বিষয়ে প্রশাসনের সংবাদ সম্মেলন

মানজারুল ইসলাম খোকন (দৌলতপুর) / ১২২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ২:৪৬ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন শুন্য ঘোষনার বিষয়ে প্রশাসনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলাম বলেন, ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একখন্ড জমি ও গৃহ প্রদান কার্যক্রমটি মাননীয় প্রধানমন্ত্রীর আবেগের জায়গা। এই জায়টিতে কাজ করতে গিয়ে আমাদেরও আন্তরিকতার অভাব ছিলনা। সততা ও নিষ্ঠার সাথে এই কার্যক্রমটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একখন্ড জমি ও গৃহ প্রদান করবেন। এ পর্যায়ে দৌলতপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবার না থাকায় প্রধানমন্ত্রী দৌলতপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন শুন্য ঘোষনা করবেন।

উল্লেখ্য, দৌলতপুরে দ্বিতীয় ও তৃতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন মোট ১৯০টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর