শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

দৌলতপুরে বিজ্ঞান মেলায় শিক্ষামন্ত্রী দিপু মনি!

মানজারুল ইসলাম খোকন (দৌলতপুর) / ১০৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৫:২৪ পূর্বাহ্ন

বৈজ্ঞানিক গবেষণা, উদ্ভাবনী ক্ষমতা সম্প্রসারণ ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কুষ্টিয়া অঞ্চলের কলেজ সমূহের অধ্যক্ষ, বিজ্ঞান বিষয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান বিষয় আলোচনা সভা হয়েছে।

তরুণদের বিজ্ঞানের প্রতি আগ্রহ ও নতুন আবিষ্কারে উৎসাহিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দৌলতপুর কলেজ মাঠে বুধবার বিজ্ঞান মেলা (২০২৩) অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক সদস্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, ও বাংলাদেশে বিজ্ঞান একাডেমী ফেলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হাসিনা খান। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কুষ্টিয়া-১ আসনের সাংসদ সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর