কুষ্টিয়ার দৌলতপুরে সোহাগ (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। রোববার দুপুর ৩ টার দিকে উপজেলার রামকৃঞ্চপুর ইউ,পি-র বালুর চরের খড়িবুনা মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোহাগ একই গ্রামের মনির হোসেনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদোষীরা জানান, গত শনিবার বিকেল থেকে সোহাগ নিখোঁজ ছিলো, পরদিন রোববার বালুর চরের খড়িবুনা মাঠে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গেলে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
এব্যাপারে রামকৃঞ্চপুর ইউ,পি চেয়ারম্যন সিরাজ মন্ডল জানান, সোহাগ নামের যে ছেলেটার লাশ উদ্ধার হয়েছে সে একটু মানসিক ভারসাম্যহীন ছিলো। গত শনিবার বিকেলে মাছ ধরার কথা বলে বাড়ী থেকে বের হয়ে ছেলেটা নিখোঁজ হয় এবং পরদিন বালুর চরের খড়িবুনা মাঠে থেকে তার লাশ উদ্ধার হয়।
এব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি সাভাবিক মৃত্যু তবে লাশের ময়না তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল ঘটনাস্থাল পরিদর্শন করেন।