সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু!

কুষ্টিয়ার সময় অনলাইন / ১১৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৩:০১ পূর্বাহ্ন

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা সামস তাবরেজ লিখন (২৭) ও আব্দুর রউফ (৪৭) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করেন।

রোববার ভোরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের দবির মোল্লার গেটে এবং সকাল ৯টার দিকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লিখন কুষ্টিয়া পৌরসভার দেশওয়ালী পাড়া এলাকার বশির আহাম্মেদের ছেলে ও কুষ্টিয়া শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক। অপরজন আব্দুর রউফ কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় জানান,দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস ও নছিমনটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর