শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় এক সন্তানের জননীকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

মিলন খন্দকার, কুষ্টিয়া / ৮৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১ মার্চ, ২০২৩, ১২:২৫ অপরাহ্ন

কুষ্টিয়ার মিরপুরে রুনা খাতুন (৪৪) নামে এক সন্তানের জননীকে হত্যার দায়ে আব্দুস সামাদ, মতিয়ার রহমান বাগুজা ও ছালিম সর্দ্দার নামে তিনজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সে সঙ্গে প্রত্যেকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬মাসের কারাদন্ড প্রদান করেন।

আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর আসামীদেরকে জেলা কারাগারের প্রেরণের আদেশ দেন এবং মামলার সাথে জড়িত না থাকায় তিনজনকে বেকুসুর খালাস প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন মিরপুর উপজেলার নফরকান্দী ছন্দা ক্যানেলপাড়া গ্রামের জান আলীর ছেলে আব্দুস সামাদ, শামসুল আক্তার বাগুজার ছেলে মতিয়ার রহমান এবং মৃত আব্দুল গণি সর্দ্দারের ছেলে ছালিম সর্দ্দার।

আদালত সূত্রে জানা যায় ২০১৫ সালের ০৯ আগষ্টে রাতে রুনা খাতুন তার স্বামী সন্তানকে নিয়ে রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েন। মধ্যে রাতে রুনা খাতুন বাথরুমে যাওয়ার কথা বলে পরে আর বাড়ীতে ফিরে আসে নাই। এরপর সকালের দিকে নিহতের স্বামী লোকমুখে জানতে পারেন ডুকরা কবরস্থানের পাশের্^ জনৈক খাজামুদ্দিন এর আবাদী জমির আইলের পাশে গলায় থাকা বাই সাইকেলের কালো টিউব দিয়ে শ^াসরোধ দিয়ে হত্যা করে অজ্ঞাতনামা ব্যক্তিরা। এ বিষয়ে মিরপুর থানায় নিহতের স্বামী আব্দুল খালেক মালিথা অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা দায়ের করে।

তদন্তকারী কর্মকর্তা এস আই রাজীব শিকদার তদন্ত শেষে ২০১৬ সালের ১৭ ডিসেম্বরে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশীট তৈরি করে আদালতে দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর