মাঘ মাস বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতায় দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব, দুঃখী, বস্ত্রাভাবী শিশু, বৃদ্ধ,নারী-পুরুষ নিদারুণ কষ্ট পায়।ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের কৃতি সন্তান মোঃ জাহাঙ্গীর কবির লিপ্টন। শনিবার দুর্বাচারা গ্রামে তার নিজ বাড়ি প্রাঙ্গণে নিজ উদ্যোগে দলিয় লোকজন কে সাথে নিয়ে অসহায় ও দুস্থদের মাঝে প্রায় পাচ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জাহাঙ্গীর কবির লিপ্টন ।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে নেতারা বলেন আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুক ভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি,আপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।তিনি আরো বলেন, শীতবস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব,আলোচনা শেষে উক্ত আয়োজনে ও শীতবস্ত্র বিতরণে যারা উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক গরিব দুঃখীদের ভালোবাসার পাত্র ও বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের যোগ্য সন্তান ত্যাগী নেতা জনাব মোঃ জাহাঙ্গীর কবির লিপ্টন,সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক কুষ্টিয়া জেলা শাখা।
প্রধান অতিথী-হিসাবে উপস্থিত ছিলেন জনাব মতিয়ার রহমান বিশ্বাস,সভাপতি (ভাঃ) ১০ নং উজানগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগ, বিশেষ অথিতি,জনাব আবু বক্কর সিদ্দিক,সাধারণ সম্পাদক ১০ নং উজানগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগ,বীর মুক্তিযোদ্ধা জনাব আজিজুর রহমান,সভাপতি, দুর্বাচারা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়,
মোঃ সাবুবিন ইসলাম বীর মুক্তিযুদ্ধা, ও সাবেক চেয়ারম্যান ১০ নং উজানগ্রাম ইউনিয়ন পরিষদ। মোঃ আব্দুল মজিদ মন্ডল, আহবায়ক ১০ নং উজানগ্রাম ইউনিয়ন কৃষকলীগ,জনাব একব্বার মুন্সি,সভাপতি ৮ নং ওয়ার্ড আওয়ামিলীগ, জনাব আব্দুল ওহাব খান,সভাপতি ৯ নং ওয়ার্ড আওয়ামীলিগ, জনাব অহিদুল ইসলাম টুকু,সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড আওয়ামীলিগ, জনাব শাহিন আলম সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড আওয়ামিলীগ, মোঃ সাবান আলি,সাধারণ সম্পাদক ৯নং ওয়ার্ড আওয়ামিলীগ ,
মোঃ আতিয়ার রহমান মোল্লা,সাধারণ সম্পাদক ৮ ওয়ার্ড আওয়ামিলীগ, মোঃ শাজাহান আলি,ইউ পি সদস্য ২ নং ওয়ার্ড, মোঃ ইস্কান্দার খান ৪ নং ইউ পি সদস্য,মোঃ আলা মুন্সি ৯ নং ইউ পি সদস্য,মোঃ সাদ আহম্মেদ ৭ নং ওয়ার্ড ইউ পি সদস্য, মোছাঃ সাবানা খাতুন ইউ পি সদস্য, মোঃ কামাল হোসেন, সভাপতি বিত্তিপাড়া বাজার বনিক সমিতি, মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি সাবেক কুষ্টিয়া জেলা ছাত্রলীগ, মোঃ আবু জাফর মাসুম,যুগ্ন -সাধারণ সম্পাদক বিত্তিপাড়া বাজার বনিক সমিতি,মোঃ বাবুল আক্তার ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক উজানগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগ, মোঃ আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক বিত্তিপাড়া প্রাথমিক বিদ্যালয়,অনুষ্ঠান পরিচালনা ও সভাপতিত্ব করেন মোঃ মনিরুল ইসলাম, আপোষহীন ও বলিষ্ঠ ত্যাগি আওয়ামী লীগ নেতা,
উল্লেখ্য, জাহাঙ্গীর কবির লিপ্টন এলাকার মানুষের জন্য একটি উজ্জ্বল নক্ষত্র। যা তার মানবিক চিন্তা ও দায়িত্ববোধ থেকে এই আয়োজন। দারিদ্রতার কষাঘাতে যারা শুধু বেঁচে থাকার সংগ্রামকেই জীবন মনে করে তাদের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক মানবিক অধিকারগুলো সহজলভ্য করাই এই নেতার কাজ। দেশের সামাজিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উৎকর্ষতা সাধনের স্বপ্ন নিয়ে জাহাঙ্গীর লিপ্টন ও তার দলিয় লোকজন অনেক বছর যাবত কুষ্টিয়া জেলা সহ বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে।