শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:০০ অপরাহ্ন

কুমারখালীতে ট্রাকের ধাক্কায় রাজমিস্ত্রী নিহত!

কুষ্টিয়ার সময় অনলাইন / ৯৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৭:১১ পূর্বাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাকের ধাক্কায় মো. নাজমুল হোসেন (৩০) নামে একজন ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের আরো দুই যাত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের কুমারখালীর নন্দনালপুর ইউনিয়নের বাঁশআড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসেন উপজেলার নন্দনালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামের মো. সাকিম শেখের ছেলে।আহত ব্যক্তিরা একই এলাকার মো. দবির উদ্দিনের ছেলে মো. হেলাল উদ্দিন ও মো. মজনুর ছেলে মো. রাসেল হোসেন (২০)। তারা পেশায় নির্মাণ শ্রমিক।

পুলিশ ও এলাকাকাসী সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার মধ্যে ভ্যানে করে রাজমিস্ত্রির কাজের জন্য নাজমুল, হেলাল ও রাসেল কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কুমারখালীর বাঁশআড়া এলাকায় পৌঁছালে সকাল সাড়ে ৮টার দিকে পেছন দিক থেকে একটি খালি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়।এতে ঘটনাস্থলে নাজমুল হোসেন নিহত হন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ভ্যানটিকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক মারা যান। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর