কুষ্টিয়ায় অসহায় ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে রিহ্যাবিলিটেশন অফ হিউম্যানিটি ফাউন্ডেশন।
মঙ্গলবার ( ১৩ ডিসেম্বর) বিকেল চারটার দিকে কুষ্টিয়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রিহ্যাবিলিটেশন অফ হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মির্জা আফরাজুর রহমান জিহানের সভাপতিত্বে ও সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন মোঃ অনিক হোসেন, সাধারণ সম্পাদক রিহ্যাবিলিটেশন অফ হিউম্যানিটি ফাউন্ডেশন এবং বিশেষ অতিথিবৃন্দ ছিলেন, কুষ্টিয়া জজ কোর্টের (পিপি) অ্যাডভোট অনুপ কুমার নন্দি, সম্মিলিত সামাজিক জোট কুষ্টিয়ার সভাপতি ড. আমানুর আমান, কুষ্টিয়া, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র সাবেক সভাপতি এসএম কাদির শাকিল প্রমুখসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।
এ সময় ৩ শতাধিত অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।