শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় আহত ২

নিজস্ব প্রতিবেদক / ১০৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৩:২৭ অপরাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছেন।এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আজ সন্ধ্যার দিকে উপজেলার তরুণ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, কুমারখালী উপজেলার আমতলা আগ্রাকুন্ড গ্রামের আলম মন্ডলের ছেলে মোঃ ইব্রাহীম (২৬) , একই এলাকার বুড় বিশ্বাসের ছেলে রাকিব বিশ্বাস (২৫) ।

সজীব হোসেন নামে এক যুবক জানান, আমরা ৩ বন্ধু গল্প করতে করতে কুমারখালী বাজারে আসতেছিলাম। সন্ধ্যার একটু আগে হঠাৎ দেখতে পায়, সড়কের পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনকে আহত অবস্থায় পড়ে থাকতে। পরে স্থানীয় লোকজন ছুটে আসলে একজনের অবস্থা খারাপ হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য জনকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন হোসাইন তিনি বলেন, তরুণ মোড় একটি মোটরসাইকেল অন্য একটি মোটরসাইকেলের ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ২জন আহত। স্থানীয়রারা তাদের উদ্ধার করে রাকিব নামে একজন কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আর অন্যজন ইব্রাহীম কে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এখন দুইজনের অবস্থা ভালো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর