সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন

কুমারখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে তিনটি ওযু খানা স্থাপন

কুষ্টিয়ার সময় অনলাইন : / ১৫৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ২:৪৮ অপরাহ্ন

সামাজিক সংগঠন কুমারখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে কুষ্টিয়া জেলার কুমারখালীর বিভিন্ন স্থানে তিনটি ওযুখানা স্থাপন করা হয়। মানবতার কল্যাণে কর্মরত এ সামাজিক সংগঠনটির উদ্যোগে খয়েরচারা মাঠপাড়া আল হেরা মাদ্রাসায় ২ টি ও বড়ুরিয়া মাদ্রাসা মসজিদে ১ টি ওযু খানা স্থাপন করা হয়।

সংগঠন এর চেয়ারম্যান মু. ইমরান হোসেনের সার্বিক তও্বাবধায়নে ও সাধারন সম্পাদক আলী হাসান সাদ্দামের পরামর্শে উক্ত কার্যক্রম পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মিজানুর রহমান রতন, নির্বাহী সদস্য সামছুজ্জামান জুয়েল, আল শাহরিয়ার রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে আপনাদের প্রিয় সংগঠন কুমারখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশন। আপনাদের দোয়া ও সহযোগিতায় এ সংগঠন সমাজ উন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, সংগঠনটি বেশ কয়েক বছর জেলা ও জেলার বাহিরেও নানা সামাজিক কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর