কুষ্টিয়ার খোকসা উপজেলা আজ সকালে সরকারি কলেজের উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা মাদক অধিদপ্তরের কার্যালয় কর্তৃক আয়োজিত বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিতত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেলিম রেজা,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ।
এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবিন্দু উপস্থিত ছিলেন।
বক্তাগণ মাদকের বিভিন্ন কুফল তুলে ধরে বক্তব্য রাখেন এবং সমাজ থেকে মাদক নির্মূল করতে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার করেন।