৭১ এর রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জাহানারা বেগমকে কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।
বৃহস্পতিবার বিকেলে চৌড়হাস ৫ নং ওয়ার্ডে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জজ কোর্টের বিজ্ঞ অতিরিক্ত পিপি এ্যাডভোকেট খন্দকার শামস তানিম মুক্তি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউ ও দীনা লায়লা, কুষ্টিয়া শহর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক বনানী হাসান,সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ আপিল উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া ৫ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি সানজিদা পারভীন পলি। ৭১ এর রণক্ষেত্রের এই বীর মহিলা মুক্তিযোদ্ধা কে ফুল, উত্তরীয় ও ব্যাচ প্রদান করা হয়।এসময় কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউ এর সৌজন্যে এই মহিলা বীর মুক্তিযোদ্ধা কে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট শামস তানিম মুক্তি বলেন মুক্তিযোদ্ধারা আমাদের দেশের শ্রেষ্ঠ সম্পদ তাদের প্রতি আমাদের সব সময় সম্মান থাকবে। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে আফরোজা আক্তার ডিউ বলেন মহিলা মুক্তিযোদ্ধার সংখ্যা আমাদের কুষ্টিয়ায় খুবই কম তাদের যথাযথ মর্যাদায় আমরা সংবর্ধিত করতে চাই।