শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন

দুর্গার আগমনী প্রস্তুতি দৌলতপুরে

নিজস্ব প্রতিবেদক / ১৫৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ১:৫৫ অপরাহ্ন

কুষ্টিয়ার দৌলতপুরে সনাতন ধর্মাবলম্বীদের পাড়ায়-পাড়ায় এখন উৎসবের আমেজ । দুয়ারের কড়া নাড়ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মণ্ডপ গুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি । শিল্পী টানছেন নিপুণ হাতে শেষ সময়ের আঁচড় গুলো। সাজছে দেবী দুর্গা।

জানা গেছে, উপজেলার অন্তত ৪ হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ এবার ১৩ টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপন করবে।

প্রতিটি প্রতিমা তৈরিতে এবছর আকারভেদে ব্যয় বেড়েছে ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। দৌলতপুরের শ্রী শ্রী জগত জননী মাতৃ মন্দিরের দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী পরেশ কুমার দাস এমন তথ্য জানিয়ে বলেন, তবুও আমরা মায়ের উৎসবে আনন্দিত।

এদিকে কারিগরদের দাবি, উপকরণের দাম বাড়ায় প্রতিমা
তৈরিতে আগের চেয়ে বেশি খরচ হচ্ছে। পাশাপাশি দ্রব্য মূল্যের কারণে আমাদেরও বাড়তি মজুরি নিতে হচ্ছে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, ১৩ টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি শেষ করেছে উপজেলা পূজা উদযাপন কমিটি। হিন্দু ধর্মাবলম্বীরা সুরক্ষিত-সুন্দর ভাবে তাদের নিজ ধর্ম পালন করবেন বলে প্রত্যাশী।

উৎসব পালনে মণ্ডপ প্রতি সরকারি সহযোগিতার ৫শ’ কেজি করে চাল বরাদ্দ আছে জানিয়েছেন দৌলতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর