রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক জেলার শ্রেষ্ঠ সভাপতি সৌমেনসেন নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক / ৯৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪১ অপরাহ্ন

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর কুষ্টিয়া জেলার ৬টি উপজেলার ২২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্হাপনা কমিটি (এসএমসি) শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কুমারখালী  উপজেলার ৭৭ নং তেবাড়ীয়া সেরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সভাপতি) সৌমেল সেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও সহকারী শিক্ষা অফিসার জিল্লুর রহমান।
শ্রেষ্ঠ সভাপতি কৃতিত্ব পাওয়ায় সৌমেন সেন বলেন, এ অর্জন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর কুমারখালী উপেজলা কমিটির সকল সদস্য, মাননীয় সংসদ সদস্য, কুষ্টিয়া-৪,
তিনি বিভিন্ন সামাজিক উন্নয়ন মুলক কাজে জড়িত আছেন। সৌমেন সেন  জেলার ২২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্হাপনা কমিটির সভাপতির মধ্যে জেলার শ্রেষ্ঠ সভাপতি কৃতিত্ব পাওয়ায় সৌমেন সেন বলেন, এ অর্জন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর  কুমারখালী উপেজলা কমিটির সকল সদস্য, মাননীয় সংসদ সদস্য, ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, কুমারখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র সামসুজ্জামান অরুন।
উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও সহকারী শিক্ষা অফিসার জিল্লুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল রহমান লালু, মহিলা ভাইস চেয়ারম্যান সহ উপজেলার ৭৭ নং তেবাড়ীয়া সেরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটির সদস্য সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি বিশ্বাস করি “প্রাথমিক শিক্ষা একটি দলগত কাজ”এ অর্জন আমাদের সবার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর