শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

খোকসায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত।

মমিন হোসেন ডালিম / ৯৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৩ পূর্বাহ্ন

পুলিশই জনতা,জনতাই পুলিশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, কুষ্টিয়ার খোকসায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২ টায় খোকসা থানা পুলিশের আয়োজনে। খোকসা সরকারী কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার,খাইরুল আ্লম। এ সময় বক্তারা বলেন, মাদক, ইভটিজিং কিশোর গ্যাং এর দৌরাত্ম্য আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। মাদক থেকেই সমস্ত অপরাধের সৃষ্টি হয়, মাদকাসক্তরা সাইবার ক্রাইমের সাথেও জড়িয়ে পড়ে। তাই অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে, উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার, খাইরুল আলম বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার কারিগর তোমরা। তোমাদের হাতে হবে উন্নত বাংলাদেশ। আর এই উন্নত বাংলাদেশ গড়তে সবচেয়ে বড় বাধা হলো মাদক। তাই এই মাদকের ভয়াল থাবা তোমাদের যেন স্পর্শ না করে সেদিকে সর্বদা সতর্ক থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার,আতিকুল ইসলাম, খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, খোকসা উপজেলা সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার,ফজলুল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর