কুষ্টিয়ার খোকসা উপজেলায় সাপের কামড়ে পুত্রবধূ ও শাশুড়ির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রথমে পুত্রবধূ কামরুন্নাহার (১৭) ও পরে শাশুড়ি জয়নব বেগম (৪৮) মারা যান।
মৃতরা হলেন খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মুন্নাফ হোসেনের মা জয়নব বেগম, ছোটো ভাইয়ের স্থী কামরুন্নাহার।
বিষয়টি নিশ্চিত করছেন খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান।
মৃত :কামরুন্নাহারের স্বামী হাবিবুল বাশার জানান, সোমবার রাত সাড়ে দশটার সময় বউ কামরুন নাহার (১৭) ও তার মা জয়নাব বেগম (৪৮) ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল। হঠাৎ করে তার স্ত্রী কামরুন নাহার হাত-পা জ্বলে যাচ্ছে বলে চিৎকার করলে পাশের রুম থেকে মা দৌড়ে এসে তাকে সেবা করতে থাকে। ঠিক এই সময় মাকেও বিষধর সাপ দংশন করে।
পরে স্থানীয় কবিরাজদের দেখানো হয়। সুস্থ না হওয়ায় সজনরা দুজনকে ভোররাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল জানান, রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করি।
কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার সময় মৃত্যুবরণ করে বলে জানা গেছে।
মৃত জয়নাব বেগমের ছেলে হাবিবুল বাশার জানান, কীভাবে সাপে কেটেছে সে বিষয়ে জানতে পারিনি, তবে ডাক্তাররা ধারণা করছেন রোগীর সাপে দংশনে মৃত্যু হয়েছে।
এ বিষয়ে খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, সাপের কামড়ে শাশুড়ী ও পুত্র বধুর মৃত্যু হয়েছে এমন খবর পেয়েছি। তবে বিষয়টি নিশ্চিত হবার জন্য তাদের মরদেহ ময়না তদন্তের পর দাফনের অনুমতি দেয়া হবে।