রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন

খোকসায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে মারামারি

ওবাইদুর রহমান আকাশ / ৫৪২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০, ১:১৮ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের আঘাতে ভাই বাদশা খাঁ আহত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলার ভবানীপুর পশ্চিম পাড়া (বামুনপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাদশা খাঁ (৩৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা দুই ভাই ওই এলাকার তালেব খাঁর ছেলে।
পরিবার সূত্র জানায়, শুক্রবার ওই এলাকার তালেব খাঁ এর পুত্র বাদশা খাঁ জমিতে ঘর তুলছিলো, ভাইয়ের জমি দিকে ঢুকে যাওয়ায় এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাই আলম খাঁ বাটাম দিয়ে পেটায় ভাই বাদশা খাঁ কে। তার সাথে যোগ দিয়ে পেটাতে থাকেন মিস্ত্রী আলিম এতে তিনি গুরুতর আহত হলে তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানায় বাদশা খাঁ’র স্ত্রী।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষ  অভিযোগ দেয়নি। তবে অভিযোগ দিলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর