কুষ্টিয়ার খোকসায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ খোকসা উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬শে আগষ্ট, ২০২২ ইং ) বিকাল পাঁচটায় খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতারের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সাংস্কৃতি পরিষদের খোকসা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা, মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাবুল আখতার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, অভি চৌধুরী।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা সদস্য আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে। তারা সেদিন মানব ইতিহাসের জঘন্যতম অপরাধ ঘটিয়েছিল।
এ সময় বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের স্বার্থে কাজ করতে হবে। বাংলার মানুষের মুক্তিই ছিলো জাতির জনক বঙ্গবন্ধুর জীবনের মূল লক্ষ্য ও আদর্শ। তাঁর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারলে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে।
সভা শেষে উপজেলা পর্যায়ে একত্রিশ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির আংশিক নাম ঘোষনা করা হয়। বীর মুক্তিযোদ্ধা আ: মালেককে সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে মো: রেজওয়ান আলী খাঁন সহ মোট সাত জনের নাাম ঘোষনা করেন, বঙ্গবন্ধু সাংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, অভি চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, মোঃ মুজাহিদুল ইসলাম বাবলু, সিরাজুল ইসলাম মুকুল সহ আওয়মীলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।