রাজনীতির ঘাটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইছাখালী এলাকায় স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জামির হোসেন মন্ডলের ব্যানার ফেস্টুন রাতের আঁধারে চুরি হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ শোকাবহ আগস্ট জানিয়ে ব্যানার ফেস্টুন ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাঁটানো হয়।
গত পরশুদিন সকালে হঠাৎ করেই দেখা যাই ফেস্টুন গুলো যেখানে সাটানো ছিলো সেখানে আর নেই। ফেস্টুন রাতের কোনো এক সময় চুরি হয়েছে বলে জানা গেছে।
ওই ফেস্টুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি সাঁটানো ছিলো। ফেস্টুনগুলো রাতের আঁধারে বিএনপি জামাতের লোকজন চুরি করে নিয়ে গেছে বলে স্থানীয়রা জানান।
ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জামির হোসেন মন্ডল বলেন, এই ধরনের ন্যাক্কারজনক কাজ দলীয় লোকজন করতে পারেনা। এসব কাজ বিএনপি জামাতের লোকজনের। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে দোষীদের বিচার দাবি করছি।