সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

মিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হলেন আসলাম উদ্দিন

রাকিব হাসান / ২১৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম: শনিবার, ৩০ জুলাই, ২০২২, ৩:১৫ পূর্বাহ্ন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ‘শিক্ষা শান্তি প্রগতি’র মশালবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কুষ্টিয়া জেলার অন্তর্ভুক্ত মিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন আসলাম উদ্দিন।

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ এক যুগ পরে নতুন নেতৃত্বের স্বাদ পেলো মিরপুর উপজেলা ছাত্রলীগ। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক ও সাধারণ সম্পাদক হাফিজ চ্যালেঞ্জ স্বাক্ষরিত ‘ছাত্রলীগের’ প্যাডে ৬৮ সদস্য বিশিষ্ট মিরপুর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

দীর্ঘদিন পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সাহসী সৈনিক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, শিক্ষার্থী বান্ধব ছাত্রনেতা এবং সুচরিত্রের অধিকারী আসলাম উদ্দিন’কে নতুন নেতৃত্বে সভাপতি হিসেবে পেয়ে উৎফুল্ল ছাত্রনেতারা কেন্দ্রীয় ও জেলার নেতাদের পছন্দের ভূয়সী প্রশংসা করেছেন।

আসলাম উদ্দিন দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে সংযুক্ত। পারিবারিকভাবে আওয়ামী লীগের রক্ত শরীরে প্রবাহিত হওয়ায় হাঁটি-হাঁটি পা-পা করে বঙ্গবন্ধুর আদর্শ ধরে ছাত্রলীগের রাজনীতিতে আসলাম উদ্দিনের বেড়ে ওঠা।

রাজপথে সাহসী, কলুষিত ও কোন্দল মুক্ত বঙ্গবন্ধুর সোনার ছাত্রলীগ গড়ে তুলতে মিরপুর উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি আসলাম উদ্দিন প্রতিজ্ঞা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
এক ক্লিকে বিভাগের খবর